রুম নম্বর ১০১ – ছোট গল্প

রুম নম্বর ১০১

 

আমার নাম প্রমি, আমি এই বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে একজন,আমার কলেজ দূরে হওয়ার কারণে আমি ২০১৯সালে জুলাই মাসে আমার কলেজেরই হোস্টেলে উঠেছিলাম,(বর্তমানে ৩য় তলায় থাকি ৫জন এক রোম)।

যখন প্রথমে হোস্টেল উঠেছিলাম তখন নিচের একটা বড় রুমে থাকতাম ১৬জন মেয়ে,সবাই খুব হাসিখুশি থাকতাম,অনেক সেত্রুিফাইস করে থাকতাম। সবাই,১বছর আগের কথা-একদিন আমার সাথেই একটা ঘটনা ঘটলো,১৬জন তো তাই অনেকে শুয়ে আছে, অনেকে ডাইনিংরুমে,অনেকে গান শুনছে।

তখন সবার পড়া শেষ,আমিও আমার বেডে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে ফেসবুক ব্যবহার করছিলাম,ঠিক ১২টার পর আমি কাঁথাটা সরাইলাম।

তখনি আমার ফ্রেন্ড সাদিয়ার মতো জামা পড়ানো(এইদিন সাদিয়াও এমন জামাটাই পড়েছিল)আমাকে মাথায় তাল্লা মারলো,আমিও সাদিয়া ভেবেও দিলাম পিটে এক কিল।

তখনই আমি আবার শুয়ে পড়লাম,সবাই নাকি শুনলো অনেক জুড়ে হাসি।

আর দূর,আমি গ্রাহ্য করিনি

ওয়াসরুম থেকে আসলাম,দরজার কাছে আমার আরেক ফ্রেন্ড দিবা বলছে প্রমি তুই শব্দ শুনছোস।

আমি বললাম এটা সাদিয়া ছাড়ারকে

আমিও দিলাম কিল,সবাই বলে ভয় পেয়েছি

আজ সাদিয়ার বিচার করবো

ওরে ডাক

তখন সাদিকে ডাইনিং রুম থেকে আনলাম।

দিবা বলে সাদি দেখ এতো রাতে এভাবে কেউ চিৎকার আর হাসে,ভয় পাইছে সবাই।

তখন সাদিয়া বলে আমিনা,বিশ্বাস কর আমি ডাইনিং রোমে মুখ ধুয়ে ছিলাম ৩০মিনিট হবে।

ওখানে বিলকিস এর সাথে,আমি এটা শুনে ভয় পাই নি,বিলকিস ও বলে হুম ও ডাইনিং রুমে ছিলো।

দিবা বলে সবাই উঠ,আমাকে বলে তুই ভয় পাস নি তাই সমস্যা হবে না।

সবাই একসাথে বসে রইলাম ফোনে সূরা ইয়াসিন অন করে,জেগে ছিলাম ৫টা পর্যন্ত।

আমি ভয় পাই নি এরপর,তবে যদি সাদিয়া কে বলতাম তোর মতো দেখছি। সবাই হাসি শুনছে তাহলে সাদির কাঁদো কাঁদো ভাব চলে আসে।

আজও,বলে আর বলিস না,আমি এটা ছিলাম না রে,যদি মজা করতাম আমি নিজেই ভয় পেতাম না।

সবাইকে সারারাত জাগিয়ে রাখতাম না রে,এখন আমরা সবাই ৩য়তলায় থাকি,মাঝে মাঝে এটা নিয়ে কথা বলি,বড় আপুদের কাছে শেয়ার করি।

তারা বলে ভয় পেয়ো না,জানিনা কি হয়েছিলো সেদিন,বা কি ছিলো এটা।

তবে আল্লাহর রহমতে এরপর আমি আর কিছু দেখি নাই,ভয়ও পাইনি,আল্লাহ পরম দয়ালু!

{ আরো পড়ুন – রাবেয়া

 

( রুম নম্বর_১০১ – ছোট গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।

পরবর্তী গল্প পড়ার আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ।)

রুম নম্বর_১০১

সমাপ্ত